আম আঁটির ভেঁপু

নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো…

কমরেডের হাত

হাত
শ্রমিকের হাত
ঘামে ভেজা শ্রমিকের হাত।
দেশকে এগিয়ে নিয়ে চল তুমি
সয়ে শত প্রতিঘাত
প্রতিঘাত।।

হাত
কৃষকের হাত
সোঁদা গন্ধমাখা কৃষকের হাত।
মানুষকে অন্ন যুগিয়ে চল তুমি
নিয়ে দারিদ্রের অভিসম্পাত
অভিসম্পাত।।

হাত
পোষাক কন্যার হাত
ক্ষুধিত পোষাক কন্যার হাত।
শোষকের পকেট ভারি কর তুমি
নিজেকে রেখে হাঁভাত
হাঁভাত।।

হাত
প্রবাসীর হাত
মৃত্যুঞ্জয়ী প্রবাসীর হাত।
পাথরে বুক বেঁধে হেসে তুমি
এনেছ নব প্রভাত
প্রভাত।।

(কমরেড শব্দটি জার্মান Kamerad থেকে এসেছে, যার অর্থ সাথী, সহচর, বন্ধু)

4 comments on “কমরেডের হাত

  1. রিয়া
    জানুয়ারি 27, 2010

    বাঃ, খুব সুন্দর লিখেছেন। আমি আজকাল আর কবিতা পড়িনা, সময় পাইনা। তবে অনেকদিন পরে আপনার কবিতা পড়ে ভালো লাগলো খুব।

    Like

  2. রাহাত-ই-আফজা
    ডিসেম্বর 12, 2010

    আমিনুল খুব সুন্দর হয়েছে কবিতাটি। ভাল লাগলো পড়ে।

    Like

আপনার মন্তব্য লিখুন

Information

This entry was posted on জানুয়ারি 22, 2010 by in কবিতা and tagged .

নেভিগেশন