আম আঁটির ভেঁপু

নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো…

আমার আমি

আমি, শেখ আমিনুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যায় স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শেষ করেছি। বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাঠ প্রশাসনে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত আছি। এর আগে সরকারী  ফজলুল হক কলেজ, চাখার, বরিশালে প্রায় এক বছর প্রভাষক হিসেবে শিক্ষকতা করেছি।

সত্যকে ভালোবাসি, যা কিছ সুন্দর, যা কিছু সরল, তা আমাকে মুগ্ধ করে, টানে। জীবনের জটিল মানে কখনো খুঁজতে চাই না। কবিতা ভালোবাসি। মাঝে মাঝে গল্প লেখার চেষ্টা করি, হয়তো হয় না। এভাবেই জীবন চলে যাচ্ছে। জানি না এর গন্তব্য কোথায়, কখনো জানতেও ইচ্ছে করে না……

42 comments on “আমার আমি

  1. তাপস
    সেপ্টেম্বর 15, 2010

    ঈদের (বিলম্বত) শুভেচ্ছা রইল।

    Like

  2. mahmud faisal
    অক্টোবর 20, 2010

    আমিন ভাই, কেন যেন আপনার ব্লগে ঢুকেই মন ভালো হয়ে গেলো। হেডার টা খুব সুন্দর। আর সেই সাথে শব্দগুলোও কেমন যেন স্নিগ্ধ টাইপ লাগলো।

    নিয়মিত আসবো আশা রাখছি। আমার ব্লগ ঘুরে আসার জন্য ধন্যবাদ 🙂

    Like

    • শেখ আমিনুল ইসলাম
      অক্টোবর 20, 2010

      অশেষ কৃতজ্ঞতা মাহমুদ ভাই। আপনার ব্লগটা অন্যরকম সুন্দর! আমিও এখন থেকে নিয়মিত যাবো সেখানে। শুভেচ্ছা 🙂

      Like

  3. maq
    নভেম্বর 1, 2010

    “এভাবেই জীবন চলে যাচ্ছে। জানি না এর গন্তব্য কোথায়, কখনো জানতেও ইচ্ছে করে না…”

    একসময় এগুলো নিয়ে খুব মাথা ঘামাতাম, পরে দেখলাম যে আমার মত সাধারণ মানুষের এসব নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। যেভাবে চলার ছক করে দেয়া আছে সেভাবেই চলবে জীবন, আমি কেবল রাশ টেনে ধরে গতির হেরফের করতে পারি… এর বেশি কিছু নয়! অসাধারণ মানুষ হলে হয়তো রাশ ছাড়াও হাতে অন্য আরো কিছু থাকতো…

    যাই হোক এবার আসল কথা বলি – চমৎকার ব্লগ আপনার! বেশ ভালো লগলো! 🙂

    Like

    • শেখ আমিনুল ইসলাম
      নভেম্বর 1, 2010

      খুব সুন্দর মন্তব্যের জন্য অশেষ কৃতজ্ঞতা। ভালো লেগেছে জেনে, খুব খুশি হয়েছি। শুভেচ্ছা 🙂

      Like

  4. angelnleo
    নভেম্বর 2, 2010

    আমিন ভাই, নেভিগেশন বারে ক্যাটাগরী লিংক কিভাবে অ্যাড করেছেন জানাবেন কি? জানালে খুশি হতাম। আমি অনেক চেষ্টা করেও করতে পারলাম না।

    Like

    • শেখ আমিনুল ইসলাম
      নভেম্বর 2, 2010

      নেভিগেশন বার বলতে কি ‘হোম’ বারটি বুঝিয়েছেন? ক্যাটাগরি এখানে অ্যাড করতে হলে আপনাকে ‘অ্যাপিয়ারেন্স’ অপশনের ‘মিনাসে’ কাজ করতে হবে। এই লিংকটি দেখতে পারেন, http://en.support.wordpress.com/menus/

      কাজে লাগল কিনা জানাবেন। শুভেচ্ছা।

      Like

  5. infobd
    নভেম্বর 4, 2010

    ভাইজান আপনার ব্লগটা বেশ ভাল আর তাছাড়া আপনার ব্লগের লোডিং স্পীডও বেশ ভাল।

    Like

  6. tusin
    নভেম্বর 10, 2010

    আমিনুল ইসলাম ভাই আপনার ফেইসবুক আইডি টা দেন। কথা আছে।

    Like

  7. taufique4040
    নভেম্বর 13, 2010

    আপনার ব্লগটা খুব ভাল লাগল। খুবই গোছানো। ভাল থাকবেন।

    Like

  8. সাইফুজ্জামান খালেদ
    ডিসেম্বর 2, 2010

    ঘুরে গেলাম আপনার ব্লগ-বাড়ি। 🙂

    Like

  9. mskhaled
    ডিসেম্বর 2, 2010

    ঘুরে গেলাম আপনার ব্লগ-বাড়ি। শুভ কামনা প্রিয় আমিনুল ভাই

    Like

  10. sunjray
    ডিসেম্বর 13, 2010

    আমার ব্লগে আপনি প্রথম যিনি কথা বললেন। ধন্যবাদ আপনাকে। নিয়মিত আমন্ত্রণ রইল। আসবেন।

    Like

    • শেখ আমিনুল ইসলাম
      ডিসেম্বর 13, 2010

      প্রথমবারের মত আমার ব্লগে এলেন, এই জন্য স্বাগতম জানাচ্ছি। অবশ্যই যাবো। আপনিও আসবেন। শুভ কামনা 🙂

      Like

  11. নিবিড়
    ডিসেম্বর 16, 2010

    অনেকদিন পর আসলাম আমিন ভাই। দারুণ করে সাজিয়েছেন আপনার ব্লগটা আমিন ভাই

    Like

  12. akashlina
    ডিসেম্বর 29, 2010

    খুব সুন্দর আর সমৃদ্ধ একটা ব্লগ।

    Like

  13. রাহাত
    ডিসেম্বর 30, 2010

    আপনে তো অনেক জ্ঞানী মানুষ… 😀 আপনার সাইটের আউট লুক টা সুন্দর হয়েছে…ভালো লাগল…নিয়মিত আসার চেষ্টা করব…নিয়মিত লিখে যান…ভালো থাকবেন সব সময়…

    Like

    • শেখ আমিনুল ইসলাম
      ডিসেম্বর 31, 2010

      হা হা হা 😀
      আমার ব্লগে স্বাগতম রাহাত ভাই। খুব খুশি হলাম আপনার উপস্থিতিতে। নিয়মিত আসার আমন্ত্রণ থাকল 🙂
      শুভেচ্ছা। শুভ রাত্রি 🙂

      Like

  14. তৌফিক হাসান
    ডিসেম্বর 31, 2010

    আমিনুল, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।
    নতুন বছর আনন্দময় হোক।
    শুভ কামনা।

    Like

    • শেখ আমিনুল ইসলাম
      ডিসেম্বর 31, 2010

      তৌফিক ভাই, আপনাকেও ইংরেজী নববর্ষের শুভেচ্ছা। নতুন বছরটি আপনাদের আরো সুখময় ও আনন্দের হোক, এই কামনা করি। শুভেচ্ছা 🙂

      Like

  15. রাহাত-ই-আফজা
    ডিসেম্বর 31, 2010

    আমিনুল ইংরেজী নববর্ষের শুভেচ্ছা। শুভ হোক ২০১১।
    ভাল থেক,বছরের প্রতিটা দিন তোমার জীবনে আনন্দ ও সফলতা বয়ে আনুক এই কামনা করি।

    Like

    • শেখ আমিনুল ইসলাম
      ডিসেম্বর 31, 2010

      ভাবী, ইংরেজী নববর্ষের শুভেচ্ছা।
      শুভ ও স্বপ্নীল হোক নতুন বছরের প্রতিটি দিন, এই কামনা করি। শুভেচ্ছা 🙂

      Like

  16. তাপস
    জানুয়ারি 9, 2011

    আমিনুল একটা লেখার অনুরোধ তোমাকে করেছিলাম, মনে আছেতো। সেটার রিমাইন্ডার দিলাম।

    Like

    • শেখ আমিনুল ইসলাম
      জানুয়ারি 9, 2011

      তাপসদা মনে আছে। কিন্তু হঠাৎ করে পরীক্ষা পড়ে গেল 🙂
      ভালো থাকবেন। শুভ রাত্রি 🙂

      Like

  17. wahedsujan
    ফেব্রুয়ারি 3, 2011

    জীবনের জটিল মানে কখনো খুঁজতে চান না। কথাটা পষ্ট হলো না।
    আপনি কি সুন্দর করে জটিল জীবনকে সহজ করে প্রকাশ করেন….
    যে জীবন হাতের নাগালে হাতের স্পর্শে সহজ হয়ে উঠে, তাকে মনে হয় খুজতে হয় না। সে নিজেই সহজ অর্থ নিয়ে ধরা দেয়।

    ভালো লাগল। নিজের সম্পর্কে এতো সুন্দর করে ক’জনই বলতে পারে।
    শুভ কামনা।

    Like

  18. Shakil
    অগাষ্ট 19, 2012

    সুন্দর একটি ব্লগ

    Like

  19. Sona Mon
    এপ্রিল 12, 2015

    খুব সুন্দর একটি ব্লগ | ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটা উপহার আমাদের দেবার জন্য | নিজের সম্পর্কে এতো সুন্দর করে ক’জনই বা বলতে পারে।যা আজ আপনার মাঝে আমরা সবাই পেলাম | শুভ কামনা রইল আপনার জন্য।

    Like

  20. Helal Ahmed
    মে 19, 2019

    স্যার , আপনার ব্লগ ঘুরে দেখলাম ,অসাধারন কাজ করেছেন আপনার জন্যা অনেক শুভ কামনা রইলো ।

    Like

  21. শিশিরার্দ্র মামুন
    নভেম্বর 10, 2020

    শ্রদ্ধেয় শেখ আমিনুল ইসলাম,
    আমার সালাম নিবেন। আপনার ব্লগে ঢুকে প্রাণ ভরে গেলো। সত্যিই অসাধারণ কাজ। আপনার অনুবাদ গল্প এক কথায় অসাধারণ, অনুবাদ এমনিই হওয়া দরকার। দু:ক্ষিত আমার নাম বলা হয় নি, আমি শিশিরার্দ্র মামুন, টুকটাক গল্প লেখার চেষ্টা করি হাহা। থাকা হয় জার্ম নিতে। আমরা একটা সাহিত্য পত্রিকা বের করি। আমরা কি আপনার অনুবাদ গল্প ছাপাতে পারি !

    Like

আপনার মন্তব্য লিখুন